Monday, November 25, 2024
Homeক্রিকেটলুইসের তাণ্ডবে ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

লুইসের তাণ্ডবে ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

আলোর যুগ স্পোর্টসঃ অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংলিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ব্যাট করে ২০৯ রান তোলে ইংলিশরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উইন্ডিজের সামনে সেই লক্ষ্য নেমে ১৫৭ রানে। সেই লক্ষ্য ৫৫ বল হাতে রেখে পৌঁছে যায় তারা।

রান তাড়ায় নেমে সাবধানী শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ ওভারে জন টার্নারকে ছক্কা মেরে চিত্রটা বদলে দেন লুইস। একে একে সব ইংলিশ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। ৪৬ বলে ফিফটি তুলে নেওয়া লুইস পরে আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।

১৫ ওভারে বিনা উইকেটে ৮১ রান তুলে ফেলে উইন্ডিজ। এরপর নামে বৃষ্টি। তাতে ৩৫ ওভারে ১৫৭ রানের লক্ষ্য নেমে আসে। খেলা শুরু হলে ব্যক্তিগত ৩০ রানে বিদায় নেন কিং। তবে লুইস ঝড়ে ততক্ষণে ১১৮ রান উঠে গেছে স্কোরবোর্ডে। তাণ্ডব চালিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন লুইস। কিন্তু ৬ রান দূরে থামেন তিনি। শেষ পর্যন্ত ৬৯ বলে ৯৪ রান আসে তার ব্যাট থেকে। যে ইনিংসটি ৮টি ছক্কায় সাজানো।

এর আগে গুড়াকেশ মোতি, ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফরা মিলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে। এছাড়া জেকব বেথেল করেন ২৭ রান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments