Thursday, October 31, 2024
Homeক্রিকেটইংল্যান্ড সিরিজ: চমক রেখে উইন্ডিজের দল ঘোষণা

ইংল্যান্ড সিরিজ: চমক রেখে উইন্ডিজের দল ঘোষণা

আলোর যুগ স্পোর্টসঃ সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে ওয়ানডে অভিষেক হলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি জুয়েল অ্যান্ড্রু। তবে তার প্রতিভায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভরসাটা বোঝা গেল আরও একবার। ১৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান জায়গা পেলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও।

শ্রীলঙ্কা সফরের দল থেকে ইংলিশদের বিপক্ষে দলে পরিবর্তন আছে কেবল একটি। অনেকবার দলে আসা-যাওয়ার পালায় আরও একবার ফিরেছেন শিমরন হেটমায়ার। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না আগ্রাসী এই ব্যাটসম্যান। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আলিক আথানেজ।

তবে ক্যারিবিয়ান ক্রিকেটে মূল কৌতূহল এখন অ্যান্ড্রুকে ঘিরেই। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নজর কেড়েছেন তিনি। এই বছরের শুরুতে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সেই আসরে তার ব্যাটিং গড় ছিল ৬৯, স্ট্রাইক রেট প্রায় ১১০। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৯৬ বলে ১৩০ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে কেবল তিনটি ম্যাচ খেলেই শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পেয়েছিলেন তিনি। ওই তিন ম্যাচের মধ্যে একটি ছিল ১২ চার ও ৭ ছক্কায় ১৪৩ রানের ইনিংস। শ্রীলঙ্কায় শেষ ওয়ানডেতে তার অভিষেক হয় ১৭ বছর ৩২৪ দিন বয়সে।

১৮ বছরের কম বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার তিনিই। তার ছেলেবেলার নায়ক শেই হোপের অধিনায়কত্বে অভিষেক হয় তার। হোপের নেতৃত্বেই থাকছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ছয় ইনিংস খেলে একটি ফিফটি করেছেন অ্যান্ড্রু। তার ব্যাটিং দেখে উজ্জ্বল সম্ভাবনার কথা বলেছেন ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তি, প্রশংসা করেছেন শিবনারাইন চান্দারপল, ইয়ান বিশপের মতো গ্রেটরা।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments