Wednesday, October 30, 2024
Homeরাজনীতিআওয়ামী লীগের ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার নেই : জামায়াত আমির

আওয়ামী লীগের ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার নেই : জামায়াত আমির

আলোর যুগ প্রতিনিধিঃ এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাঠে ফিরে আসার নৈতিক অধিকার নেই।

সোমবার দুপুরের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সেবক হবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগ মুক্ত দেশের দাবি তুলে ধরে বলেন, জামায়াত-বিএনপি জাতীয় স্বার্থে এক থেকে ফ্যাসিবাদকে প্রতিহত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments