আলোর যুগ স্পোর্টসঃ প্রথম টেস্ট হেরে ঘরের মাঠে সিরিজ বাঁচাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোখ বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের লাকি গ্রাউন্ড নামে পরিচিত জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার মাঠে নামবে দুই দল। তার আগে রবিবার অনুশীলন সেরেছে টাইগাররা। পরে বিসিবির প্রকাশিত ভিভিওতে দ্বিতীয় টেস্ট নিয়ে কথা বলেছেন স্পিনার নাঈম হাসান।
পরের টেস্টেই ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে নাঈম বললেন, ‘আলহামদুলিল্লাহ সবাই আশাবাদী আমরা, জেতার জন্যই খেলব ইনশাল্লাহ। দিন শেষে আমাদের পরিকল্পনা হলো প্রসেস অনুযায়ী খেলতে থাকব। পাঁচ দিন পর রেজাল্ট আসবে, রেজাল্টের কথা এখন চিন্তা করলে প্রসেসটা তো মেইনটেন হবে না।’
চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হলে বাংলাদেশের জন্য ভালো দাবি করলেন নাঈম, ‘উইকেট আমি দেখিনি, উইকেটটা যদি স্পিন ফ্রেন্ডলি হয়, তাহলে তো স্পিন হবে। আমাদের এ মাঠে একটু স্লো স্পিন হয়, যেটা আমাদের জন্য ভালো। কারণ, ওরা তো মিরপুরে অনেক আস্তে বোলিং করেছে, আমাদের স্পিনাররা তো ৯০ ওপর বোলিং করে। ওই হিসেবে আমাদের দিক দিয়ে ভালো।’
নাঈম আরও বলেন, ‘সৌরভ ভাই, মুশি ভাই খুব ভালো স্পিন খেলে। ওই হিসেবে ওই জায়গা ছিল স্কিডি। এখানে স্লো ওই হিসেবে আমাদের স্পিন ইউনিটটা ভালো। কারণ, তারা জোরে বল করে ৯০ এর ওপর।’
নিজের ঘরের মাটিতে খেলা নিয়ে নাঈম বলেন, ‘হ্যাঁ অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুইটা ফাইফার এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। ইনশাআল্লাহ আমাদের স্পিনাররা তো আল্লাহ রহমতে খুব ভালো শেপে আছে,তাইজুল ভাই, মিরাজ ভাই ইনশাআল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।’