Wednesday, October 30, 2024
Homeজাতীয়ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বিএনপির আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বিএনপির আনন্দ মিছিল

আলোর যুগ প্রতিনিধিঃ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছেন ডেমরা থানা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়। ঢাকা-৫ আসনের বিএনপির সমন্বয়ক নবী উল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, ‘বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার দায়ে নিষিদ্ধের মতো সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ।’

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপি নেতা মনির হোসেন খান, আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির  সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. দুলাল ভুইঁয়া, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী।

আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা যুবনেতা ডা. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মো. মনির হোসেন মুন্সি, রাসেল খান রাকিব, মো. প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহারাজ মো. সাগর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল আনোয়ার, কৃষক দলের আহ্বায়ক মো. শ্যামলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments