Saturday, November 23, 2024
Homeবিনোদননা ফেরার দেশে আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

না ফেরার দেশে আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

আলোর যুগ বিনোদনঃ আয়রন মেডেন গায়ক পল ডি’আনো মারা গেছেন। ডি’আনোর প্রতিনিধিরা ফক্স নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যে গায়ক ইংল্যান্ডের স্যালিসবারিতে তার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ডি’আনো ব্যান্ডের প্রথম দুটি অ্যালবাম “আয়রন মেইডেন” ও “কিলার” তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে।

তার মৃত্যুতে পরিবারের সদস্যসহ বন্ধু বান্ধবরা শোক জানিয়েছেন। পল প্রথম ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে ইংলিশ হেভি মেটাল ব্যান্ড আয়রন মেডেনের প্রধান গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে  হুইলচেয়ারে বসে গান গাইতেন, পল বিশ্বজুড়ে তার ভক্তদের বিনোদন দিয়েছেন, ২০২৩ সাল থেকে ১০০ টিরও বেশি শো করেছেন। পল মারা যাবার পরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যান্ডের বর্তমান সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন, বলেছেন যে তারা তার মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেস প্লেয়ার স্টিভ হ্যারিস বলেন, ‘তিনি চলে যাওয়াতে খুব দুঃখিত। তাকে আমরা অনেক মিস করবো।’

ব্যান্ডের বাকি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘আয়রন মেইডেনে পলের অবদান ছিল অপরিসীম এবং আমরা প্রায় পাঁচ দশক ধরে ব্যান্ড হিসেবে যে পথে যাত্রা করছি সেই পথে আমাদের সেট করতে সাহায্য করেছিল।’ উল্লেখ্য, ১৯৫৮ সালের ১৯ মে পল ডি’আনো পূর্ব লন্ডনের চিংফোর্ডে জন্মগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments