আলোর যুগ প্রতিনিধিঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৯ মার্চ) ইফতার পূর্ব এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আইনুল ইসলামসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষ সভায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোরগুলোকে পুনরায় চালু করণসহ শিক্ষকদের মাঝে এই সততার চর্চা বাড়ানোর তাগিদ তৈরির লক্ষ্যে নানা সুপারিশ তুলে ধরা হয়।