Wednesday, October 30, 2024
Homeজাতীয়পদ্মা ব্যাংকের নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পদ্মা ব্যাংকের নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোর যুগ প্রতিনিধিঃ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন। এর আগে দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) ও অনুসন্ধান টিমের দলনেতা মো. মাসুদুর রহমান চৌধুরী নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া পদ ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি অজ্ঞাত স্থান থেকে বিজ্ঞপ্তি প্রচার করে তার সপক্ষে বক্তব্য প্রচার করছেন। দেশের বর্তমান বাস্তবতায় নাফিজ সরাফাতের দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া স্থগিতের আবেদন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments