Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিকভারতে সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যু

ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যু

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উত্তরপ্রদেশের কাচোয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, একটি ট্রাক্টর-ট্রেলার ১৩ জন শ্রমিক নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল।  তখন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন কুমার সিং জানিয়েছেন, রাত ১টার দিকে তাদের কাছে খবর আসে কাচোয়া সীমান্তে জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরে থাকা ১৩ জনের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। আর আহতদের বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রাক্টরে থাকা ১৩ শ্রমিক ভাদোহি জেলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। অভিনন্দন কুমার সিং আরও জানান, এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments