Friday, November 22, 2024
Homeক্রিকেটজয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের

জয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের

আলোর যুগ স্পোর্টসঃ ঢাকা ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলে যান, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই।’ কথা রেখেছেন তিনি। নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। গতকাল শারজাহয় অনুষ্ঠিত ম্যাচে নিগাররা ১৬ রানে জয় পেয়েছেন।

এ জয়ে দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটেছে। ১০ বছর পর টি-২০ বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে শেষবার আয়ারল্যান্ডকে হারিয়েছিল। মাঝে চার বিশ্বকাপের সবকটিতে হেরেছে। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১০০তম টি-২০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন নিগার সুলতানা জ্যোতি।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১১৯। ব্যাট হাতে তেমন কেউ সুবিধা করতে পারেননি। সোবহানা ৩৮ বলে সর্বোচ্চ ৩৬, সাথী ৩২ বলে ২৯ রান করেন। নিগার করেন ১৮ বলে ১৮ রান। ১২০ রান টার্গেট আহামরি কিছু নয়।

অনেকেই শঙ্কায় ছিলেন ম্যাচ বাংলাদেশ জিতবে কি না। স্কটল্যান্ড পারেনি। নির্ধারিত ওভারে ১০৩ রান সংগ্রহ করে তারা ৭ উইকেট হারিয়ে। সারাহ ব্লাইট অপরাজিত ৪৯ রান করেন। রিতুমনি ১২ রানে ২ এবং মারুফা ১৭, নাহিদা ১৯, রাবেতা ১৯ রানে ১টি করে উইকেট পান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments