Friday, October 18, 2024
Homeজাতীয়শেখ হাসিনা ও পুতুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শেখ হাসিনা ও পুতুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আলোর যুগ প্রতিনিধিঃ সূচনা ফাউন্ডেশনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দম কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এ সংক্রান্ত একটি আবেদনপত্র দুদক কার্যালয়ে পাঠান। হাসিনা ও পুতুল ছাড়াও সাবেক অর্থ উপদেষ্টা মশিউর রহমান, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের বিরুদ্ধেও মামলার আবেদন জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রীর নির্দেশে সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ১৯১ নম্বর এসআর ও প্রজ্ঞাপন জারি করে সূচনা ফাউন্ডেশনের ব্যাংকে জমাকৃত স্থায়ী আমানতের সুদের ওপর বার্ষিক আয়ের ১০ শতাংশ আয়কর থেকে রাষ্ট্রকে বঞ্চিত করে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়।

সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তাই অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে দুদক আইনে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শান্তি দিয়ে ন্যায় বিচারের আবেদন জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments