Wednesday, October 30, 2024
Homeক্রিকেটটানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড। লর্ডসে চতুর্থ ওয়ানডেতে অজিদের ১৮৬ রানের ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

বৃষ্টির কারণে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩১২ রান তোলে ইংল্যান্ড। ২৫ বলে ফিফটি তুলে নেওয়া লিয়াম লিভিংস্টোন খেলেন ৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। এটিই লর্ডসে ওয়ানডেতে দ্রুততম ফিফটি। এর আগে ৫৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন ব্রুক এবং ওপেনার ডাকেটের ব্যাট থেকে আসে ৬২ বলে ৬৩ রান। জবাবে ট্রাভিস হেড ও মিচেল মার্শের ওপেনিং জুটিতে ভালোই শুরু পায় অস্ট্রেলিয়া।

এর পর আর কেউ দাঁড়াতে পারেনি। ১২৬ রানে অলআউট হয়ে ১৮৬ রানের ব্যবধানে হার মেনেছে মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামিয়েছেন ম্যাথু পটস-ব্রাইডন কার্সরা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ উইকেট নেন পটস ও তিন উইকেট নেন কার্স। দুটি উইকেট শিকার করেন জফরা আর্চার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments