Friday, November 22, 2024
Homeফুটবলবিশ্বকাপ বাছাই: চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা

বিশ্বকাপ বাছাই: চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা

আলোর যুগ স্পোর্টসঃ সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা ছন্দে নেই তারা। টানা ব্যর্থতায় বিশ্বকাপের মূল পর্বে সেলেসাওদের অংশগ্রহন নিয়েও জেগেছে শঙ্কা। ক্লাবের হয়ে দুর্দান্ত খেললেও জাতীয় দলের হয়ে সেরাটা দিতে পারছেন না ভিনিসিয়াস-রদ্রিগোর মতো তারকা ফুটবলাররা। এমতাবস্থায় আগামী মাসে চিলি ও পেরুর মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের শিষ্যরা। সেই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেফট ব্যাক ভিনিসিয়াস আবনার ও স্ট্রাইকার ইগোর জেসুস। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ব্রাজিল। মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে এতো বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেনতো ও এডারসন। রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গিয়ের্মে আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগালিয়ায়েস, মারকুইনহোস, গ্লিসন ব্রেমার।

মিডফিল্ডার: আন্দ্রে, গেরসন, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রদ্রিগো আক্রমণভাগ: এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনহা, সাবিনহো, ভিনিসিয়াস জুনিয়র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments