আলোর যুগ স্পোর্টসঃ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগেই বৃষ্টি বাঁধায় পড়ে টাইগাররা। যার ফলে নির্ধারিত সময়ে টসে অংশ নিতে পারেনি শান্ত-রোহিতরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। আর একাদশে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম এবং খালেদ আহমেদ।অন্যদিকে চেন্নাই টেস্টের একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় তাদের মূল লক্ষ্য।
বাংলাদেশ একাদশ :
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।