আলোর যুগ স্পোর্টসঃ এক আজব ঘটনাই ঘটালো সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম পাওয়ার প্লে’র ছয় ওভারেই তুলে নিলো ১২৫ রান। আর এই রান তুলতে কোনো উইকেটও হারায়নি তারা। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করলো তারা।
এর আগে ২০১৭ সালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৫ রান তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লেতে এটিই ছিল আইপিএল রেকর্ড।
আর স্বীকৃত ক্রিকেটেরে আগের বিশ্ব রেকর্ডটা ছিল নটিংহামশায়ারের। এই দলটিও ২০১৭ সালে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ডারহামের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৬ রান তুলেছিল। হায়দরাবাদের হয়ে এই অসাধ্য সাধন করেছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মার জুটি।
পাওয়ার প্লে শেষে হেড ২৬ বলে ৮৪ ও অভিষেক ১০ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে অভিষেককে (১২ বলে ৪৬) ফেরান কুলদীপ। ভাঙে তাদের ১৩১ রানের জুটি।