Saturday, November 23, 2024
Homeজাতীয়সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কারাগারে

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কারাগারে

আলোর যুগ প্রতিনিধিঃ বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের হামলা, ভাঙচুর-লুটের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে। সোমবার দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যার পর বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আদালতে তার পক্ষে শতাধিক আইনজীবী জামিনের প্রার্থনা করে আবেদন জমা দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আমিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জিআরও এনামুল হক জানিয়েছেন।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনয়নে দুই বারের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গত রবিবার রাজধানীর বারিধারা এলাকা থেকে র‌্যাব-১ গ্রেফতার করে। গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। ওই মামলার বাদী হলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।

জিআরও এনামুল হক বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে এজলাসে হাজির করা হয়। সেখানে ২০ মিনিটের মতো তাকে রাখা হয়। তার জামিন চেয়ে করার আবেদনের শুনানি শেষে তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন। তবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এ সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

তার পক্ষের আইনজীবী বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আফজালুল করিম ও এড. লস্কর নুরুল হক বলেন, সাবেক প্রতিমন্ত্রীর জামিন আবেদনে শতাধিক আইনজীবী স্বাক্ষর করেছে। তাকে জামিন না দিলেও কারাগারে যেন ডিভিশন দেয়া হয় সেই আবেদনও করা হয়েছে। জিআরও বলেন, ডিভিশনের বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments