Saturday, November 23, 2024
Homeঅপরাধনোয়াখালীর মেঘনায় ট্রলার ডুবি, এখনও নিখোঁজ ৪ জেলে

নোয়াখালীর মেঘনায় ট্রলার ডুবি, এখনও নিখোঁজ ৪ জেলে

আলোর যুগ প্রতিনিধিঃ বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এখনো চার জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া এখনো ২টি ট্রলারের হদিস পাওয়া যায়নি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা সত্যতা স্বীকার করে বলেন, এর আগে মাছ ধরার ১৬/১৭টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় সবাই নিরাপদে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে চারজন জেলে এখনো নিখোঁজ রয়েছে। তাদের কোন খবর পাওয়া যায়নি। প্রশাসন ও স্থানীয়দের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

জানা যায়, শুক্রবার বিকেল থেকে রাত পযর্ন্ত বঙ্গোপসাগরের মেঘনা নদীর কয়েকটি এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঘাটে ফেরার সময় ট্রলার গুলো বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুজ্জামান জানান, মোট ১৬টি ট্রলারের মধ্যে ১৪টির মাঝি ও জেলেরা উদ্ধার হয়েছে, এখনো ২টি ট্রলার নিখোঁজ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments