Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকআগ্নেয়গিরি দেখতে গিয়ে ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

আগ্নেয়গিরি দেখতে গিয়ে ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

আলোর যুগ প্রতিনিধিঃ রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টারের খোঁজ পাওয়া যাচ্ছে না। আরোহীদের বেশির ভাগই ছিলেন পর্যটক।রাশিয়ার জরুরি বিষয়সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভচকাজেতস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের একটু পরই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ জানিয়েছেন, ৩১ আগস্ট সকাল ১০টার দিকে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর হেলিকপ্টারের ক্রুরা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। ভিতয়াজ-এরোর মালিকানাধীন এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি সোভিয়েত আমলে তৈরি। হেলিকপ্টারে ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনও ধরনের সমস্যার কথা জানাননি।

উদ্ধারকর্মীদের একটি দল স্থলভাগেও অনুসন্ধান চালাচ্ছে। রাতেও আকাশপথে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত ছিল। ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। কামচাটকা উপদ্বীপটি মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে অবস্থিত। সক্রিয় আগ্নেয়গিরি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ওই এলাকা জনপ্রিয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments