আলোর যুগ প্রতিনিধিঃ মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বর্তমানে পারিবারিক ও অফিসিয়াল কাজে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর সঙ্গে বাড়ছে প্রতারণার ঘটনাও। সম্প্রতি মুম্বাইয়ে একটি ভুয়া ইনভেস্টমেন্ট চক্রের মাধ্যমে একজনের কাছ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
চক্রটি একজনকে বিদেশি বিশেষজ্ঞদের ভুয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে কম সময়ে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দেয়। ভুক্তভোগী বিনিয়োগে রাজি হলে তাকে একটি অ্যাপ ডাউনলোড করে টাকা জমা দিতে বলা হয়। প্রথমে মুনাফার ভুয়া তথ্য দেখিয়ে আস্থা অর্জন করলেও পরবর্তীতে তার অ্যাকাউন্ট ব্লক করে প্রতারকরা ১০% লাভ দাবি করে। প্রতারিত ব্যক্তি এরপর পুলিশের কাছে অভিযোগ করেন।
প্রতিরোধের উপায়: অজানা নম্বর থেকে আসা বিনিয়োগ সংক্রান্ত মেসেজ যাচাই করুন, বিনিয়োগের আগে কোম্পানির বৈধতা নিশ্চিত করুন, এবং অতি দ্রুত মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হলে সতর্ক থাকুন।