আলোর যুগ প্রতিনিধিঃ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কম হবে। তবে দুই বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যে আজ সকালে রাজধানীতে একপশলা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কম হবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহারের দিকে চলে গেছে। তবে মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। আর এ কারণে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হতে পারে। আর রংপুর বাদে অন্য বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এ অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। তবে শুক্রবার থেকে পরের দুদিন বৃষ্টি বাড়তে পারে। এ জন্য বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে বাড়তি সতর্কতা নিতে হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।