Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকত্রিপুরায় বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু

ত্রিপুরায় বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, গোমতী নদীর উপচে পড়া বন্যার কারণে ৩৪ হাজার জনেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। রাজ্যের রাজস্ব বিভাগ জানিয়েছে, পানিতে ডুবে এবং ভূমিধসের কারণে দশ জন মারা গেছে, এবং দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ও শুক্রবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

উত্তর ত্রিপুরার ধর্মনগর, কৈলাশহর, উনাকোটি জেলার কুমারঘাট, ধলাই জেলার কমলপুর, লংট্রাইভ্যালি এবং গন্ডাচেরা, সেপাহিজলার বিশালগড় ও সোনামুড়া, খোয়াই জেলার তেলিয়ামুরা ও খোয়াই, উদয়পুর, কারবুক ও অমরপুর, গোমতি জেলার সবুরু, সাবরুম। দক্ষিণ ত্রিপুরা জেলার সান্তিরবাজার এবং আগরতলা শহরসহ পশ্চিম ত্রিপুরা জেলার সদর ও জিরানিয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যার মতো পরিস্থিতি দেখা গেছে।

উদ্ধারকারী দলগুলি ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে মানুষকে উদ্ধার করার জন্য চব্বিশ ঘণ্টা কাজ চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা ছাড়াও মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রস ভারতের বেশ কয়েকটি রাজ্যও বন্যা কবলিত। বিভিন্ন রাজ্যে অন্তত ২২ জনের প্রাণহানির খবর মিলেছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। বন্যার পানির তোড়ে নিখোঁজ বেশ কয়েকজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments