আলোর যুগ স্পোর্টসঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের স্মৃতি রাওয়ালপিন্ডিতে ধুয়েমুছে দিতে চায় বাংলাদেশ। নতুন শুরুর লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ম্যাচে এখনও টস হয়নি। আউটফিল্ড ভেজা থাকায় টস হতে বিলম্ব হচ্ছে।
এদিকে, টেস্ট ক্রিকেটে খুব স্বস্তিকর জায়গায় নেই বাংলাদেশ। ঘরের মাঠে শেষ যে দু’টি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটিতেই ভরাডুবি। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার। লম্বা বিরতির পর প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন ঘুরে ফিরে করাচি, ঢাকা, লাহোর, চট্টগ্রাম, খুলনা টেস্টের কথা চলে আসে। যেখানে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির ওজনই বেশি।
এমন বিব্রতকর রেকর্ডকে মুছে দিতে চান বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘এটা কেবলই রেকর্ড। রেকর্ড পরিবর্তন আনা যায়। যদিও কাজটা সহজ হবে না। আলাদা করে কোনো কিছু করতে চাই না। এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। খেলোয়াড় আমরা যারা সুযোগ পেয়েছি চেষ্টা করেছি ভালোভাবে প্রস্তুত হওয়ার। আমার মনে হয় দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’
গোটা দলের পাশাপাশি শান্ত নিজের ব্যাটে রান পেতে চান, ‘ব্যাটসম্যান হিসেবে সব সময়ই চিন্তা থাকে কিভাবে স্কিলটা ডেভেলাপ করা যায়। অনুশীলন যখনই করেছি, যেই যেই জায়গায় ল্যাকিংস ছিল ওগুলো কতোটাকু উন্নতি করা যায় ওইটা নিয়েই কাজ করেছি। আশা করছি এটা আমাকে ম্যাচে কাজে দেবে।’