Saturday, November 23, 2024
Homeমহানগরগাজীপুর সিটি মেয়রের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর সিটি মেয়রের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ কোটাবিরোধী আন্দোলন চলাকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনের গাজীপুর সিটি করপোরেশনের বাসভবন পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়রের গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকার বাসভবন পরিদর্শনে যান তিনি। এসময় নেতৃবৃন্দ গাসিক মেয়র জায়েদা খাতুনের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম সঙ্গে ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, মেয়রের বাসায় হামলা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরাও সারা জীবন আন্দোলন করেছি। আন্দোলন হয় রাজপথে, হয়তো বা মারামারিও হয়। পক্ষ-বিপক্ষ হয়। কিন্তু ব্যক্তিগত বাড়িঘরে আক্রমণ, এটা নজিরবিহীন ঘটনা। এটা কোনো মতেই রাজনৈতিক আন্দোলনের অংশ হতে পারে না। এটা প্রতিহিংসামূলক ব্যাপার। জামায়াত-শিবির বিভিন্ন স্থাপনা ধ্বংস করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এখানেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য মেয়রের বাড়িতে হামলা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো: জিয়াউল ইসলাম বলেন, গত শনিবারের আন্দোলনের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ কেউ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গত শুক্রবার রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় নিহত যুবলীগ নেতা হামিদুল ইসলাম জুয়েল মোল্লার সিটি করপোরেশনের বোর্ডবাজারের চান্দরা এলাকার বাড়িতে সমবেদনা জানাতে যান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি।

এদিকে শুক্রবার বিকেলে সিটি মেয়র জায়েদা খাতুনের ছেলে, সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে। এ সময় জাহাঙ্গীর আলমের সঙ্গী হামিদুল ইসলাম জুয়েল মোল্লা নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments