Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকজয়ের পথে ট্রাম্প, মন্তব্য ডেমোক্র্যাটিক পার্টির সিনেটরের

জয়ের পথে ট্রাম্প, মন্তব্য ডেমোক্র্যাটিক পার্টির সিনেটরের

আলোর যুগ প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জিততে পারবেন না বলে মনে করেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর মাইকেল ব্যানেট। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ব্যানেট বলেন, ‘আমার ধারণা, ট্রাম্পই জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। সম্ভবত তিনিই নিরঙ্কুশ বিজয় পাবেন।’

তবে ব্যানেট সরাসরি বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার পরামর্শ দেননি। ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরেই এ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। দলের সাতজন হাউস সদস্য ইতিমধ্যেই বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। যদিও কোনো সিনেট সদস্য এখনো এমন আহ্বান জানাননি। বাইডেন নিজে বলেছেন, তিনি নির্বাচনের লড়াইয়ে থাকবেন।

অনেক ডেমোক্র্যাট মনে করছেন, ভোটারদের সমর্থন আদায়ে বাইডেন যথেষ্ট কাজ করেননি। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বিতর্কও তার সক্ষমতার বদলে বিপর্যয় ডেকে এনেছে বলে ধারণা করছেন তারা। তবে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার বাইডেনের সুস্থতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি জো-এর পাশে আছি।’ অনেক ডেমোক্র্যাট হতাশা প্রকাশ করেছেন, দলের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে বাইডেনের ভুলত্রুটির পেছনে পড়ে থাকার জন্য।

এদিকে বাইডেন নিজেই জানিয়েছেন, পুনঃনির্বাচিত হলে তিনি দ্বিতীয় মেয়াদের পুরো সময়ই দায়িত্ব পালন করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাঁ পিয়্যার বলেন, ডেমোক্র্যাটরা বাইডেনকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ। কিছু ডেমোক্র্যাট বাইডেনের প্রার্থীতা নিয়ে জরুরি বৈঠক করেছেন, তবে পিয়েরে বলেন, প্রেসিডেন্ট সামনে এগিয়ে যাচ্ছেন এবং দলকে ঐক্যবদ্ধ করতে চান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments