Thursday, January 2, 2025
Homeবাংলাদেশআইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল কলকাতা

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল কলকাতা

আলোর যুগ স্পোর্টসঃ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। এই রেকর্ড গড়তে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সুনীল নারাইন। বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান তুলে কলকাতা। ফলে জয়ের জন্য দিল্লিকে করতে হবে ২৭৩ রান। আইপিএলে এত দিন দলীয় সর্বোচ্চ ইনিংস ছিল সানরাইজার্স হায়দরাবাদের।

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৭৭ রান তুলে প্যাট কামিন্সের দল। এর আগে আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। এবার বেঙ্গালুরুর দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলে কলকাতা। আইপিএলে ৩২ বার মুখোমুখি হয়েছে দিল্লি এবং কলকাতা। দিল্লি জিতেছে ১৫ বার, কেকেআর ১৬ বার, এক ম্যাচে ফলাফল হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments