আলোর যুগ প্রতিনিধিঃ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে তিন ঘণ্টা পর রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় ছেড়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। ‘বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে আজ সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন।
এ সময় বিভিন্ন প্রতিবাদী কবিতা, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়া কোটা বাতিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এর আগে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকাল ৪টায় গুলিস্তান জিপিও মোড়ে অবস্থান নিয়ে রাস্তায় বসে যান। এসময় জিপিও মোড়ে অবস্থিত সচিবালয়ের পার্শ্ববর্তী রাস্তাসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচল করা জনসাধারণ। উল্লেখ্য, চার দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।