আলোর যুগ প্রতিনিধিঃ রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘যারা অনলাইন টিকিট পাবেন না, তারা যাতে দাঁড়িয়ে যেতে পারেন, সে জন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। অনলাইনের টিকিট যাতে কালোবাজারে যেতে না পারে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’ আজ বুধবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
যাত্রীদের ঈদযাত্রার প্রস্তুতি নির্বিঘ্ন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করছে। আমরা চেষ্টার ত্রুটি করিনি। সাধ্যের মধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছি।’ যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি গিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন, সেজন্য রেল কর্তৃপক্ষ ও রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে জিল্লুল হাকিম বলেন, ‘যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়ানোর জন্য বগি আমদানি করছি। ইঞ্জিন আমদানির ব্যবস্থা নিয়েছি। আজ ২০০ বগি আমদানির অনুমোদন পেয়েছি। আশা করছি, এক বছরের মধ্যে ৭০০-৮০০ বগি, ইঞ্জিন আমদানি করে রেলে যাত্রী নেওয়ার ক্ষমতা অনেক বাড়াতে পারব।’
ঈদযাত্রায় আসন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে অনেকের ঘরে ফেরার চেষ্টার বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। আমাদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী যাঁরা আছেন, কেউ যাতে ছাদে ভ্রমণ করতে না পারেন, সেদিকে খেয়াল রাখবেন।’