Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্যে চলছে ভোটগ্রহণ, জরিপ বলছে ৪৫১ আসন পাবে লেবার পার্টি

যুক্তরাজ্যে চলছে ভোটগ্রহণ, জরিপ বলছে ৪৫১ আসন পাবে লেবার পার্টি

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাজ্যে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে সারা দেশে ১৫ হাজারের বেশি পোলিং স্টেশনে ভোটগ্রহণ চলছে। পরিবর্তনের নির্বাচন এমন স্লোগান এখন সর্বত্র। ব্রিটিশ সকল জরিপের সর্বশেষ ফলাফল হচ্ছে লেবার পার্টি ৪৫১ আসন পাবে। এমনটা ঘটলে ১৮৩৭ সালের পর সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতার রেকর্ড হবে।

এই নির্বাচনে কনজারভেটিভের অনেক প্রভাবশালী মন্ত্রী যেমন অর্থমন্ত্রী জেরেমি হান্টেরও হারার সম্ভাবনা আছে। এমনকি সাভান্থা জরিপে নর্থ ইয়র্কশায়ারে নিজ আসনে হারার সম্ভাবনায় আছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এর আগে ১৯৯৭ সালে লেবার পার্টি টনি ব্লেয়ারের নেতৃত্বে ৪১৯ সিটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার ক্ষমতায় যায়। ২০২৪ নির্বাচনের ফলাফল যদি জরিপ অনুযায়ী হয় তাহলে স্যার কিয়ার স্টারমার ব্রিটেনের রাজনীতিতে সবচেয়ে সফল দলনেতা হবেন। এদিকে বাংলাদেশি এলাকায় ভোট নিয়ে বেশ আমেজে আছেন ভোটাররা। বাংলাদেশি ও মুসলিম এলাকায় ভোটের হিসাবে গাজা ইস্যুতে স্থানীয় রাজনীতিবিদদের ভূমিকা বিচার করছেন।

এবারই সর্বোচ্চ ৩৪ জন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। এরমধ্যে ৮ জন দাড়িয়েছেন লেবার পার্টি থেকে। ৯ জন ব্রিটিশ বাংলাদেশী নারী প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে নির্বাচন করছেন ২ জন বাংলাদেশি। এ বছর পুরাতন ৪ ব্রিটিশ বাংলাদেশির সাথে পার্লামেন্টে নতুন মুখ দেখা যাবে। একই সাথে প্রথমবারের মতো একজন বাংলাদেশির মন্ত্রী হওয়ার সম্ভবনা আছে।

সারাদেশে ৬৫০ আসনের জন্য ৪৭৭০ জন প্রার্থী নির্বাচন করছেন। ভোট ফেরত জরিপ থেকে আজ রাতেই ধারণা পাওয়া যাবে পূর্বের জরিপগুলোর সাথে কতটুকু সামন্জস্য রয়েছে। ভোট ফেরত জরিপ যদি পূর্বের জরিপকে ধরে রাখে তাহলে ইতিহাস সৃষ্টি করে স্যার কিয়ার স্টারমার হতে যাচ্ছেন ব্রিটেনের ৫৮তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments