আলোর যুগ প্রতিনিধিঃ নেত্রকোনায় জঙ্গি সন্দেহে ঘেরাও করা বাড়িটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। নেত্রকোনা পৌঁছে তারা ওই বাড়িতে অভিযান চালায়। আজ রবিবার সকাল থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৫ সদস্যের টিম এসেই অভিযান চালায়। তবে বাড়িতে কি কি পাওয়া গেছে তা ঘণ্টাখানেক পর অভিযান শেষ হলে জানা যাবে বলে জানা গেছে।
নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, তারা শনিবার (০৮ জুন) থেকেই ঘিরে রেখেছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক প্রফেসর আব্দুল মান্নানের বাড়িটি। সেটিতে অভিযান চলমান। ঢাকা থেকে বাড়ির মালিককে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন বিপিএম পিপিএম জানান, বাড়িটিতে বিস্ফোরক দ্রব্যসহ অনেক কিছুর সন্ধান পাওয়া গেছে। এই আস্তানায় প্রশিক্ষণ দেয়া হতো বলেও তিনি নিশ্চিত করেছেন। তবে বাড়িটি থেকে কি কি পাওয়া গেছে তা অভিযান শেষে বলা যাবে। এদিকে, এ ঘটনায় নেত্রকোনা জেলা শহরের আরও বেশ কিছু এলাকায় অভিযান চলছে বলেও জানা গেছে।