Wednesday, November 27, 2024
Homeক্রিকেটটি-২০ বিশ্বকাপ : টস জিতলেন শান্ত, ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ : টস জিতলেন শান্ত, ফিল্ডিংয়ে বাংলাদেশ

আলোর যুগ স্পোর্টসঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি।

চলতি বিশ্বকাপে লঙ্কানরা শুরুটা করেছে বড় হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অলআউট হওয়ার পর তারা ৬ উইকেটের ব্যবধানে হেরে যায়। সে হিসেবে তারাও জয় ভিন্ন অন্যকিছু ভাবছে না। বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি কিংবা এই ফরম্যাটের বিশ্বকাপ, দুই পরিসংখ্যানেই এগিয়ে আছে লঙ্কানরা। এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৬ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১টি ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে, বিপরীতে টাইগারদের জয় মাত্র ৫টিতে। এছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দল দুইটির দেখা হয় দুইবার। দুইটিতেই শেষ হাসি হেসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।

সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুশল মেন্ডিসদের পক্ষে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা। এ ছাড়া লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments