Friday, September 20, 2024
Homeক্রিকেটউগান্ডার সামনে আফগানিস্তানের রানের পাহাড়

উগান্ডার সামনে আফগানিস্তানের রানের পাহাড়

আলোর যুগ স্পোর্টসঃ বিশ্বক্রিকেটের বড় মঞ্চে প্রথমবার খেলতে আসা উগান্ডার ওপর স্রেফ টর্নেডো বইয়ে দিয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছে টি-টোয়েন্টির অন্যতম ডার্কহর্স আফগানিস্তান।

আজ মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগফানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা।

ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে মাত্রই আইপিএল জিতে আসা রহমানউল্লাহ গুরবাজ উগান্ডার বিপক্ষে দাঁড় করান দেড়শ পার করা ওপেনিং জুটি। একটা পর্যায়ে ধারণা করা হয়েছিল, এই ম্যাচেই হয়ত বিশ্বকাপে প্রথম দুইশ পেরুনো ইনিংস দেখবে ক্রিকেট দুনিয়া।

তবে কিছুটা হতাশ হতেই হলো আফগানিস্তানের শেষ দিকের ব্যাটিংয়ে। আর উগান্ডা ডেথ ওভারে উপহার দিল পিকচার পারফেক্ট বোলিং। শেষ ৫ ওভারে তারা দিয়েছে মোটে ২৫ রান। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলা আফগানিস্থান ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৮৩।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments