আলোর যুগ প্রতিনিধিঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। গতকাল সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সম্পত্তি ক্রোকের নির্দেশের পর বেনজীরের বিষয়ে আর কি পদক্ষেপ নেবে দুদক- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, প্রয়োজন মনে করলে আদালতে বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা।
এর আগে রবিবার বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা আরও ১১৫টি দলিলে ৯১ একর সম্পদ এবং ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা মালিকানা শেয়ার, বিও অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজ করার নির্দেশ দেন আদালত। এরও আগে বৃহস্পতিবার গোপালগঞ্জ ও কক্সবাজারে ৮৩টি দলিলে থাকা সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। পাশাপাশি ২৭টি ব্যাংক অ্যাকাউন্টসহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেদিনের আদেশে।
প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং র?্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের মধ্যে বেনজীর আহমেদের নাম আছে। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।