Monday, November 25, 2024
Homeক্রিকেটআজ মাঠে নামছে বাংলাদেশ-আমেরিকা

আজ মাঠে নামছে বাংলাদেশ-আমেরিকা

আলোর যুগ স্পোর্টসঃ বিশ্বকাপের মূল মঞ্চের প্রস্তুতিমূলক হিসেবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে।

দু’দলই একে অপরের কাছে নতুন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কেউ কারও মুখোমুখি হয়নি আগে। অচেনা দুদল মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছে নিজেদের। বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের ঘাটতিগুলো পূরণ করা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেও আশানুরূপ প্রস্তুতি হয়নি। শেষ ম্যাচে তো জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেই বসে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, দেশের ভুলত্রুটি শুধরে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা। সেখানে গিয়ে নিজেদের ভালো মতো প্রস্তুত করছেন শান্ত-সাকিবরা। বাংলাদেশের লড়াইটা মূলত নিজেদের সঙ্গেই। কারণ, এখানে খেলবে বাংলাদেশের বিশ্বকাপের দলটাই। যদিও, প্রতিপক্ষ শিবিরে দুজন আছেন, যারা লাল-সবুজ বাহিনীকে চেনেন।

যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলেরও। তার অভিজ্ঞতা কাজে দেবে স্বাগতিক যুক্তরাষ্টের। আরেকজন আছেন, তিনি কোরে অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার বর্তমানে খেলছেন মার্কিনিদের হয়ে। বাংলাদেশকে তিনি চেনেন বেশ ভালোভাবে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর ল ও অ্যান্ডারসনই।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments