Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকরাইসি-সহ হেলিকপ্টারের সব আরোহীর মরদেহ উদ্ধার

রাইসি-সহ হেলিকপ্টারের সব আরোহীর মরদেহ উদ্ধার

আলোর যুগ প্রতিনিধিঃ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান-সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান। গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন- হেলিকপ্টারে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ স্থানীয় তাবরিজ প্রশাসনের কাছে স্থানান্তরের প্রক্রিয়াধীন ছিল বলে জানান তিনি। জানা গেছে, রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানি প্রেসিডেন্ট।

সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments