Saturday, November 23, 2024
Homeমিডিয়াগুগলের ‘জেমিনি’ কী কাজ করবে?

গুগলের ‘জেমিনি’ কী কাজ করবে?

আলোর যুগ প্রতিনিধিঃ ‘সিরি’ যেমন আইফোন বা ম্যাক ব্যবহারকারীর সব কথা শোনে, তাদের আদেশ অনুযায়ী কাজ করে তেমন কিছু একটা যদি গুগলেরও থাকত! গুগল ব্যবহারকারীদের সেই সাধ এ বার পূরণ হতে চলেছে। গুগল নিয়ে আসছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’।

নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা সবই করবে এই ‘জেমিনি’। গুগল সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থার সিইও সুন্দর পিচাই নতুন এই প্রযুক্তি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

অনেকটা যেন ‘সিরি’-র মতোই। তবে এখনও তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। গুগলের এই ‘এআই’ মডেল ‘জেমিনি ১.৫ প্রো’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করবে। সব ঠিক থাকলে চলতি বছর জুলাই মাস থেকেই ‘জেমিনি’ তার কাজ শুরু করবে।

নতুন এই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?

১) গুগলের নতুন জেমিনি ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক বেশি দক্ষ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫০০ পাতার বই আত্মস্থ করে ব্যবহারকারীকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে।

২) আগে যে ক’টি ভাষায় জেমিনি-র অনুবাদ করতে পারত, তার সঙ্গে এখন নতুন আরও ৩৫টি ভাষা যুক্ত হয়েছে।

৩) অ্যাপলের আইফোনে যেমন ‘সিরি’ রয়েছে, তেমন গুগলের ক্ষেত্রে একই রকম ভাবে সব দায়িত্ব সামলাবে ‘জেমিনি’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments