Sunday, November 24, 2024
Homeক্রিকেট‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল বেঙ্গালুরু

‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল বেঙ্গালুরু

আলোর যুগ স্পোর্টসঃ ঘুরে দাঁড়ানোর চমৎকার উদাহরণ তৈরি করে চলেছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম আট ম্যাচে ছিল মাত্র একটি জয়। ক্রমশই ক্ষীণ হচ্ছিলো পরবর্তী রাউন্ডে খেলার আশা। ঠিক সেখান থেকেই পিঠে ঠেকে যাওয়া দেয়ালকেই ঘুরে দাঁড়ানোর ক্যানভাস বানালো বিরাট কোহলিদের দলটি। আজকের ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে তারা।

ফলে টানা পঞ্চম জয় নিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে বেঙ্গালুর ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে। জবাবে দিল্লি ১৯.১ ওভারে অলআউট হয়। করতে পেরেছে ১৪০ রান। ৪৭ রানের জয় নিয়ে টিকে থাকলেন কোহলিরা।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু সাত থেকে উঠে গেছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসেবে দিল্লি নেমে গেছে ছয়ে। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রজত পাতিদার। ২৯ বলে ৪১ রান করেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। ক্যামেরন গ্রিন ২৪ বলে ৩২ আর বিরাট কোহলি ১৩ বলে ২৭ রান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments