Saturday, November 23, 2024
Homeজেলার খবরবিমানের ফ্লাইটে দেশ ছাড়লেন ৮৩২ হজযাত্রী

বিমানের ফ্লাইটে দেশ ছাড়লেন ৮৩২ হজযাত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ পবিত্র হজ পালনের জন্য জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছে হজ ফ্লাইট। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশের প্রথম দুই ফ্লাইটে দেশ ছেড়েছেন ৮৩২ জন হজযাত্রী। এ ছাড়া অপেক্ষমাণ রয়েছেন ৪১৮ জন। জানা গেছে, গতকাল ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি ফ্লাইট।

একটি ফ্লাইট ছিল রাত ৩টা ৫ মিনিটে। এরপর ছিল দুপুর ১টা ২০ মিনিটে। তৃতীয় ফ্লাইট ছাড়ে বিকেল ৫টায়। শেষ ফ্লাইট রাত ১০টা ২০ মিনিটে। ঢাকা থেকে এয়ারলাইনসটির সর্বশেষ হজ ফ্লাইট ১০ জুন, রাত ৮টা ৪০ মিনিটে।

এদিকে, সৌদি আরবের অন্যতম উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের হজ ফ্লাইট রয়েছে ৪৩টি। গতকাল ছিল ৪টি ফ্লাইট। ঢাকা থেকে ফ্লাইনাসের সর্বশেষ হজ ফ্লাইট ১২ জুন, রাত ৯টা ২৫ মিনিটে। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইনসের হজ ফ্লাইট ৩৯টি।

সর্বশেষ ফ্লাইট ১২ জুন, বিকেল সোয়া ৩টায়। উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। আজ শনিবার আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments