
আলোর যুগ স্পোর্টসঃ আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালে মরক্কোর বিপক্ষে নাটকীয় জয় উপহার দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাত্র ১০ দিন পর বড় শাস্তি পেয়েছে সেনেগালের কোচ পেপ থিয়াও। পাশাপাশি দুই দলের খেলোয়াড় ও ফেডারেশনকে জরিমানা ও নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ) আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ফাইনালে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলার ঘটনাকে আনস্পোর্টিং আচরণ হিসেবে উল্লেখ করে থিয়াওকে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা এবং ১ লাখ ডলার জরিমানা করা হয়েছে।
এছাড়া ম্যাচের সময় ১৪ মিনিট বন্ধ থাকার ঘটনা ও উভয় দলের আচরণের কারণে আরও শাস্তি দিয়েছে কাফ। সেনেগালের ফুটবল ফেডারেশনকে ৬ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফাইনালে রেফারির সঙ্গে আনস্পোর্টিং আচরণের দায়ে সেনেগালের দুই ফুটবলার ইলিমান নিদায়ে ও ইসমাইলিয়া সারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
অন্যদিকে মরক্কোর বিরুদ্ধে ম্যাচের ফল নিজেদের পক্ষে ফিরিয়ে আনতে আবেদন করেছিল, তবে কাফ তা বাতিল করেছে। তবু ম্যাচজুড়ে বল বয়দের আচরণ, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কাছে গিয়ে ফুটবলার ও স্টাফদের আচরণ, এবং দর্শকদের লেজার ব্যবহারকে অনুপযুক্ত বলে ধরে মরক্কোর ফুটবল ফেডারেশনকে ৩ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে ২ ম্যাচ এবং ইসমাইল সাইবারিকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
রাবাতে ১৯ জানুয়ারি আফকন ফাইনালে একটি গোল বাতিল ও মরক্কোর পেনাল্টি পাওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেনেগালের কোচ থিয়াও নিজের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলেন। এরপর খেলা প্রায় ১৪ মিনিট বন্ধ থাকে। পেনাল্টি থেকে গোল করতে পারেননি মরক্কোর ব্রাহিম দিয়াজ। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে সেনেগালের পেপ গুইয়ে দলকে দ্বিতীয় আফকন শিরোপা এনে দেন। এই ফাইনালের ১০ দিন পর আনুষ্ঠানিকভাবে শাস্তির ঘোষণা এলো।
