Wednesday, January 28, 2026
Homeজেলার খবরবিজয়ী হলে ঢাকা-১৩ আসনে কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না: মামুনুল হক

বিজয়ী হলে ঢাকা-১৩ আসনে কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না: মামুনুল হক

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, রিকশা মার্কা বিজয়ী হলে ঢাকা-১৩ এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা হবে। এই অঞ্চল আর কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না। কোনো কিশোরকে ‘গ্যাং’ পরিচয় দিয়ে কোনো আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে আয়োজিত ‘জাগরণী পদযাত্রা’ শেষে এক পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া—পুরো বাংলাদেশে এখন পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। যারা পরিবর্তন ও সংস্কারের বিরুদ্ধে, তাদের সময় শেষ হয়ে আসছে।’

মামুনুল হক আরও বলেন, ঢাকা-১৩ আসনে বারবার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়ার মাধ্যমে এলাকার ভোটারদের প্রতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসম্মান সৃষ্টি করা হয়েছে। এই এলাকার চার লাখ ভোটারের ওপর বারবার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অসম্মানজনক।

বড় দলগুলো স্থানীয় শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না। এবার সাধারণ মানুষ এমন একজনকে প্রতিনিধি হিসেবে চান, যিনি এলাকার মাটি ও মানুষের সঙ্গে মিশে আছেন। সকাল ১০টায় ঢাকা উদ্যান থেকে শুরু হওয়া পদযাত্রাটি আদাবর, মোহাম্মদী হাউজিং সোসাইটি, কাদেরবাদ হাউজিং ও লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ করে। পদযাত্রাটি আসাদ গেটে এক পথসভায় শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments