Wednesday, January 28, 2026
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেপ্তার ১০

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেপ্তার ১০

আলোর যুগ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ৫২০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মো. জিদান (১৯), মাদারীপুরের শিবচর থেকে আসা মো. শামছুল আলম (৪০), যার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, এবং গোদনাইল ও সুমিলপাড়া এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম (২৮) ও মো. সুমন (২৯)।

এ ছাড়া চুরি মামলায় মালিবাগ এলাকা থেকে মো. রাজিব হাওলাদার রাসেল (৪২) এবং একটি পুরোনো চুরি মামলায় মো. জহির ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক অভিযানে মাহে আলম (৩২) ও বন্দর এলাকার মো. হৃদয়কে (৩৫) আটক করা হয়।

পাশাপাশি আদালতের জিআর ও সিআর পরোয়ানামূলে আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments