
আলোর যুগ বিনোদনঃ ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ঘোষণা দিয়েছেন, তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক গান গাইবেন না। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান ‘তুম হি হো’খ্যাত এই শিল্পী।
পোস্টে অরিজিৎ লেখেন, দীর্ঘদিন ধরে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে জানিয়ে দেন, প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না। তার ভাষায়, এটি ছিল একটি অসাধারণ ও স্মরণীয় যাত্রা, যা এখানেই শেষ করতে চান তিনি। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই বিস্মিত হন ভক্তরা। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত এই প্রশ্নের জবাব দিতে পরে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) নিজের অবস্থান পরিষ্কার করেন অরিজিৎ।
তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে একক কোনো কারণ নেই। বরং দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ভাবনার ফল হিসেবেই এই জায়গায় পৌঁছেছেন তিনি। অরিজিতের ভাষায়, ‘আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। হয়তো সে কারণেই আমার গানগুলোতে প্রায়ই পরিবর্তন আনি, লাইভ পারফরম্যান্সে ভিন্নভাবে উপস্থাপন করি।’ নিজের মানসিক ক্লান্তির কথাও অকপটে স্বীকার করেছেন এই শিল্পী। অরিজিৎ বলেন, ভালোভাবে এগিয়ে যেতে হলে তাকে নতুন ধরনের সংগীত অনুসন্ধান করতে হবে। তাই স্বাধীনভাবে সৃষ্টি করার দিকেই এখন মনোযোগ দিতে চান তিনি।
তবে সংগীতকে একেবারে বিদায় জানাচ্ছেন না অরিজিৎ। তার হাতে থাকা কিছু কাজ শেষ করবেন এবং চলতি বছরেও শ্রোতারা তার কণ্ঠে নতুন গান পেতে পারেন বলে জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে একজন শিক্ষার্থী শিল্পী হিসেবে আরও শিখতে এবং নতুনভাবে গান তৈরির ইচ্ছার কথাও তুলে ধরেন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেওয়া অরিজিৎ সিং মাত্র ৩৮ বছর বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী হিসেবে। ২০০৫ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে তার সংগীতযাত্রা শুরু হয়। পরে দীর্ঘ সময় কাজ করেন শংকর-এহসান-লয় ও প্রীতমের সহকারী হিসেবে। ২০১১ সালে ‘মার্ডার টু’ সিনেমার ‘ফির মহব্বত’ গান দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে ২০১৩ সালে ‘আশিকি টু’-এর ‘তুম হি হো’ গানই তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা।
