
জাভেদ মোস্তফা 🇧🇩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সভায় শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দ তাদের আবাসন সমস্যা, চিকিৎসা সুবিধা এবং বেতন কাঠামোর বৈষম্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আলোচনার প্রধান দিকগুলো ছিল, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে শ্রমিকদের জন্য সুলভ মূল্যে রেশনের দাবি। শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন সহ শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবিতে আইনি জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস।
বাহাদুর ইসলাম ইমতিয়াজ বলেন,
”সাভার-আশুলিয়া দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, আর এই হৃৎপিণ্ড সচল রাখেন আমাদের শ্রমিক ভাইয়েরা। জাতীয় পার্টি সব সময় মেহনতি মানুষের পক্ষে কথা বলেছে। আমি নির্বাচিত হলে শ্রমিকদের সন্তানদের শিক্ষা এবং পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।” এ সময়
উপস্থিত শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ইমতিয়াজের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেন যে, নির্বাচনের পর শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।
