Wednesday, January 28, 2026
Homeআন্তর্জাতিকআল-শারার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আল-শারার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আলোর যুগ প্রতিনিধিঃ কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের পর সিরিয়ার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সিরিয়ায় যা ঘটছে তাতে তিনি ‘খুব খুশি’।

আল জাজিরা ও বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে। সিরিয়া ও ওই অঞ্চলের পরিস্থিতি ‘ভালোভাবে এগোচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সিরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, আল-শারা ট্রাম্পকে জানিয়েছেন—সিরিয়া দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং নাগরিক শান্তি বজায় রাখার কথাও বলেন।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী (আইএস) যেন আবার ফিরে না আসে, সে জন্য আন্তর্জাতিক উদ্যোগ এক করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আল-শারা। এদিকে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘সিরিয়া নিয়ে একটি বড় সমস্যা সমাধান করেছেন’। তবে এটা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এসডিএফ জানায়, ১৮ জানুয়ারি তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাক্কা ও দেইর আজ জোর শহর থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন এসডিএফকে সমর্থন দিলেও, যুক্তরাষ্ট্রের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত টম বারাক সম্প্রতি বলেন—এসডিএফের ‘প্রধান আইএসবিরোধী স্থলবাহিনী’ হিসেবে ভূমিকা এখন অনেকটাই শেষ। কারণ, সিরীয় সরকার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। এদিকে আল শারা রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, বুধবার মস্কোয় পুতিন ও আল-শারার বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments