
আলোর যুগ প্রতিনিধিঃ গণভোটের ব্যালটে ‘না’ ভোট দেওয়ার জন্য পুরোনো ফ্যাসিবাদী এবং ‘নতুন ফ্যাসিবাদীদের’ মধ্যে ঐক্যের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের সেই ঐক্য নস্যাৎ করে দেওয়া হবে। গতকাল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এনসিপির নির্বাচনি পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ ও বান্দরবানের প্রার্থী সুজা উদ্দিনকে পরিচয় করে দেন তিনি। তিনি বলেন, ৫ আগস্টের জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারির জন্য আমাদের রক্ত দিতে হবে না, শুধু সিল দিতে হবে। একটা সিলের মাধ্যমে আমরা শত, সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা রক্ষা করতে পারব। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।
এর আগে চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ অভ্যুত্থানে নিহত কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
