Tuesday, January 27, 2026
Homeক্রিকেটপাকিস্তান না খেললে বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা

পাকিস্তান না খেললে বড় ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারীরা

আলোর যুগ স্পোর্টসঃ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে গেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে সম্প্রচারকারীরা। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি সতর্ক করে বলেছেন, পাকিস্তানের অনুপস্থিতিতে পুরো টুর্নামেন্টই বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে।

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়। এই ঘটনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে ঘোষণা করা হতে পারে।

বাসিত আলী ইউটিউব শোতে বলেন,’পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, সম্প্রচারকারীরা রাস্তায় বসবে, দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান সরে গেলে কে তাদের জায়গায় খেলবে? ভারত যদি বিকল্প কোনো দলের বিপক্ষে খেলে, তাহলে কি সেই ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক আকর্ষণ করবে?’তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক ও আয়। সেই ম্যাচ না হলে সম্প্রচারকারীরা বড় লোকসানের মুখে পড়বে।

অন্যদিকে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠোর শাস্তির হুমকি দিয়েছে আইসিসি। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে পিসিবি বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থানকে প্রভাবিত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments