Sunday, January 25, 2026
Homeরাজনীতি‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

আলোর যুগ প্রতিনিধিঃ নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ভাইয়া ডাকার অনুরোধ জানিয়েছেন। তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সময় তার এই অনুরোধ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে স্বস্তি ও হাসির আবহ তৈরি করে। রবিবার সকালে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। আগামী ১৫ থেকে ২০ বছর এই ইয়ুথ ফোর্স দেশকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি হবে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, শুধু সমস্যা নিয়ে কথা বললে সমাধান আসে না। দেশকে কীভাবে সাজাতে চাই এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তারা কীভাবে নেতৃত্ব দেবে সেই ভাবনাগুলোই তিনি শুনতে চান। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী প্রশ্ন শুরু করার সময় তাকে স্যার বলে সম্বোধন করেন। তখনই তারেক রহমান হালকা হাসির সঙ্গে বলেন, একটু থামি। আপনারা চাইলে আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও বলতে পারেন, তবে আঙ্কেল ডাকটা খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললে ভালো লাগবে। এরপর ওই শিক্ষার্থী ধন্যবাদ জানিয়ে ভাইয়া সম্বোধন করে প্রশ্ন শুরু করেন। তিনি জানান, ২০২০ সালে মহামারির সময় তারা মাশরুমের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু পুঁজির সংকটে সেই উদ্যোগ বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ব্যাংক ঋণে জামানতের জটিলতার কারণে তরুণ উদ্যোক্তারা কীভাবে সহায়তা পাবে সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে তারেক রহমান বলেন, দেশে ব্যাংক ঋণের ক্ষেত্রে বাস্তবেই অনেক জটিলতা আছে। বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পড়ালেখার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর ভাবনাও আছে বলে জানান তিনি। পরে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তারেক রহমানের শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি জানান, তার হালকা জ্বর আছে। আরেক প্রশ্নে জলাবদ্ধতা সমস্যা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি সমাধানে খাল খনন সবচেয়ে কার্যকর উপায়। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও তিনি জানান।

এই ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সমাবেশ উপলক্ষে ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের ঢল নামে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয় তার বক্তব্য শোনার জন্য। চট্টগ্রাম শেষে বিকেলে ও সন্ধ্যায় ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে একাধিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments