
আলোর যুগ প্রতিনিধিঃ যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন। এই আহ্বান জানিয়ে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণের নির্বাচন। রবিবার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারকালে তিনি বলেন, ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটানো সম্ভব। তার মতে, আগামী ১২ ফেব্রুয়ারি হবে এসব অপশক্তির শেষদিন।
নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হয়নি এবং হবেও না। জনগণ এখন সচেতন, তারা বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে পা দেবেন না। এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, যিনি সত্যিকার অর্থেই এলাকার এবং দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম। ভোটের মাধ্যমেই অন্যায় রাজনীতির অবসান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়ে বলেন, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলেই প্রকৃত পরিবর্তন আসবে।
