Sunday, January 25, 2026
Homeক্রিকেটবিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

আলোর যুগ স্পোর্টসঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গতকাল তিনি পদত্যাগপত্র জমা দেন। ইশতিয়াক সাদেক বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। এর আগে অবশ্য ম্যাচ গড়াপেটার অভিযোগে বিসিবি অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম. মোখলেসুর রহমান ও ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে নাজমুল ইসলাম পদত্যাগ করেছিলেন। এবারই প্রথম বিসিবির পরিচালনা পর্ষদ থেকে কোনো পরিচালক পদত্যাগ করলেন। ক্রিকেটপাড়ায় গুঞ্জন আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন।

ইশতিয়াক বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ব্যক্তিগত ও পারিবারিক কারণে। পদত্যাগ করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি আসলেই পদত্যাগ করেছি। কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিকমতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।’ বিসিবির সর্বশেষ নির্বাচনে পরিচালক নির্বাচিত হন ইশতিয়াক সাদেক।

বিসিবির পরিচালকরা গতকাল সভা করেন দেশের ক্রিকেটের জটিল সময়ে। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অবশ্য ভারত থেকে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নিলে খেলবে বলে চিঠি দিয়েছিল বিসিবি। আইসিসি চিঠির উত্তর দেয় এবং প্রতিনিধি পাঠায় বাংলাদেশে। আইসিসির প্রতিনিধি এন্ড্রু ম্যাকগ্রেফ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইসিসি প্রতিনিধি বিসিবিকে জানিয়ে দেয়, ২১ জানুয়ারির মধ্যে ভারতের মাটিতে খেলবে কি না সিদ্ধান্ত জানাতে। এরপর বিসিবি ফের যোগাযোগ করে আইসিসির সঙ্গে।

কিন্তু লাভ হয়নি। বরং আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তখনই নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিসিবির পরিচালনা পর্ষদ গতকাল যখন বৈঠক করে, তখন আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। বিসিবির গতকালের সভায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। তখন পদত্যাগপত্র জমা দেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইশতিয়াক সাদেক।

পদত্যাগ করার পর তিনি বলেন, ‘আমার পরিবর্তে যিনি এ পদে আসবেন, তিনি গেম ডেভেলপমেন্ট বিভাগে যথেষ্ট সময় দেবেন।’ হঠাৎ করেই পরিচালকের পদ ছেড়ে দেওয়ার কারণ বিসিবির কারও সঙ্গে দ্বন্দ্ব কি না? এমন প্রশ্নের উত্তরে ইশতিয়াক বলেন, ‘অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments