
আলোর যুগ প্রতিনিধিঃ শেরপুরে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন জেলা পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী শেরপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শেরপুর জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার দমদমা কালীগঞ্জ এলাকার মেসার্স জেড এইচ বি ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স এম এস বি ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চরশেরপুর এলাকার মেসার্স এস এফ ব্রিকসকে ২ লাখ টাকা এবং একই এলাকার মেসার্স এম এম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন। উল্লেখ্য, চলতি বছরে জেলায় ২২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোট ৯১ লাখ টাকা জরিমানাসহ সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
