
আলোর যুগ স্পোর্টসঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইয়াং টাইগাররা। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই লড়াই।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত নাটকীয় হার বাংলাদেশের। আগে ব্যাট করে ভারত ৪৮.৪ ওভারে গুটিয়ে যায় ২৩৮ রানে। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান পেসার আল ফাহাদ ৯.২ ওভারে মাত্র ৩৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে পরে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। শুরুটা ছিল আশাব্যঞ্জক। ৩ উইকেটে ১২৪ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ ধস- মাত্র ২২ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে যুবারা। ব্যাট হাতে অধিনায়ক আজিজুল হাকিম খেলেন দৃঢ় ইনিংস। ৫১ রানের ইনিংসে তিনি হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। ওপেনার রিফাত বেগও কার্যকর ভূমিকা রাখেন, ৩৭ বলে করেন ৩৭ রান।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুপার সিক্সে ওঠার পথে আজ তাই নিউজিল্যান্ডের বিপক্ষে যুবাদের পরীক্ষা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি নিউজিল্যান্ড। সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিউইরা পেয়েছে ১ পয়েন্ট। উল্লেখ্য, ‘বি’ গ্রুপে বর্তমানে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১ পয়েন্ট করে আছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ঝুলিতে।
